চন্দন ভট্টাচার্য্য, রূপসা (খুলনা) প্রতিনিধিঃ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আকাশ কুমার কুন্ডু বলেছেন, পরিচ্ছন্ন সাংবাদিকতা জাতিকে উন্নয়নের দিকে ধাবিত করে। যার মাধ্যমে একটি জাতি সামনের দিকে অগ্রসর হয়। এজন্য সাংবাদিকতার মত মহান পেশা কে কখনো কুলুষিত করা উচিত নয়। তিনি আরো বলেন, রূপসা উপজেলায় আমার কর্মকালে উপজেলাবাসীসহ রূপসা প্রেসক্লাবের সাংবাদিকদের আন্তরিকতা ও সহযোগিতায় আমি মুগ্ধ হয়েছি। কারণ তাদের কাছ থেকে সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেয়েছি। যার কারনে এলাকার উন্নয়নে কাজ করতে উৎসাহিত হয়েছি। পাশাপাশি আমার কর্মকালে উপজেলায় যে উন্নয়নমুলক কর্মকাণ্ড হাতে নিয়েছিলাম তা আগামীতে অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি। তিনি ১৬ জুন সোমবার বিকেলে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে তার বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিকের পরিচালনায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন,সহ-সভাপতি খান মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ আখতার খান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আব্দুল কাদের, সদস্য আবু হারুন-অর রশিদ, আল মাহমুদ প্রিন্স, তৌহিদুল ইসলাম কচি, বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য্য, চিত্তরঞ্জন সেন, আশিকুর রহমান বাবু, হাসানুজ্জামান মনি, নাঈমুজ্জামান শরীফ, আব্দুল হালিম, আব্দুস সালাম।