
আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ইমরানসহ মোট ৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার (০৪জুন) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,মো.ইমরান ওরফে মাইকেল (৪৪),মো.অনিক হাসান ওরফে রানা (৩২),মো.সুমন মিয়া (৪২),মো.আবুল খায়ের (৪২)।
এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩ হাজার ৩৮০ টাকা ও ১ টি প্লাস্টিকের পাইপ এবং ৩ টি লাঠি উদ্ধার করা হয়।
এম.জে.সোহেল বলেন,গতকাল সোমবার (৩ জুন) আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মো. ইমরান ওরফে মাইকেলসহ মোট ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন,জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ,কোতয়ালী,ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে