
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন’র
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক হোসাইন ( মাস্টার) প্রচার- প্রচারণায় পিছিয়ে নেই। এ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই তিনি গনসংযোগ অব্যাহত রেখে ছিলেন।এ জন্য তার রয়েছে আলাদা পরিচিতি। উক্ত নির্বাচনে তিনি প্রতীক পেয়েছেন টিয়াপাখি। রাজনীতিবীদ ও শিক্ষাঅনুরাগী মোঃ ফারুক হোসাইন ( মাস্টার) বি.বি.এস.বি.এড.এম.বি.এস.এম.এড.এল.এল.বি বলেন,মানবতার কল্যাণে কাজ করছি মাধ্যমিক স্তর পার করা থেকেই। উন্নয়নে অংশ নিতে আসছে ৯ জুন টিয়াপাখি মার্কায় তাকে ভোট দিতে তার নির্বাচনী এলাকার ভোটার বৃন্দদের বলেন তিনি।