
শেরপুরে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন সোমবার বেলা ৩ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম সেবা। পুলিশ সুপার শহরের যানজট নিরসনের লক্ষ্যে উপস্থিত জনপ্রতিনিধিদের সাথে উন্মুক্ত আলোচনা করেন।তিনি শহরের যানজট নিরসন,সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা,নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দ্রুত সময়ের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা হবে। এসময়,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পৌরসভার প্যানেল মেয়রসহ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।