
নোয়াখালীর চাটখিল খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনী কর্তৃক প্রবাসীর খতিয়ানভুক্ত জমি দখল,হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
সোমবার সকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো.মফিজ উল্যাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি রেমিটেন্স যুদ্ধা। বিগত ২৮ বছর ধরে প্রবাসে অবস্থান করছি। কোভিড-১৯ ভাইরাসের পর ২০২১ সাল থেকে আমি দেশে অবস্থান করি। ইতিমধ্যে খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম জোরপূর্বক আমার মালেকীয় ও দখলীয় একটি ভূমি জোরপূর্বক দখলে নিতে চায়। এ নিয়ে তার সঙ্গে আমার বিরোধ তৈরী হয়।
সম্প্রতি আমি চাটখিল থানায় যাওয়ার পথে ছয়ানী টগবা এলাকার ভূঁইয়া বাড়ীর সামনে সাইফুল তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থালে আসলে,সে একটি অস্ত্র রেখে পালিয়ে যায়। বর্তমানে ওই অস্ত্র থানায় জমা আছে।
ওই ঘটনার জের ধরে বিভিন্ন লোক ও সন্ত্রাসী দিয়ে সাইফুল আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করে আসছে। বর্তমানে জমি নিয়ে নোয়াখালী জজ কোর্টে তার সঙ্গে ৩টি মামলাও চলমান রয়েছে। ২টি মামলার সে ওয়ারেন্টভূক্ত আসামী।
এসময় মো.মফিজ উল্যাহ আরো বলেন,খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনী কর্তৃক আমার খতিয়ানভুক্ত জমি দখল,হামলা,ভাঙচুর ও হত্যার হুমকির প্রদানের কারণে আমি নিরাপত্তাহীনতায় আছি। সন্ত্রাসীদের ভয়ে আমার নাতি-নাতনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। তদন্ত পূবর্ক তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।