
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কালীগঞ্জে কৃষি জমি ভরাটের দায়ে ৬ জনকে আটকের পর মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে ৭ দিনের কারাদণ্ড এবং ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২ জুন) নাগরী ইউনিয়নের পানজোড়া এবং রাথুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।
দণ্ডপ্রাপ্তরা হলো, পানজোড়া এলাকার সোহেল রানার মালিকানাধীন স্বর্গ ছায়া আবাসন প্রকল্পের শ্রমিক ফরহাদ (২২), আমিনুর (২৬ এবং মাহবুবর (৫৫)। তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।এছাড়াও রাথুরার বেলুন এলাকার আল আমিন (৩৫), জামির উদ্দিন (৩২) এবং ফয়সাল (৩২) নামে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জানা গেছে, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ও প্রশাসনের অনুমোদন ছাড়াই পানজোড়া এবং রাথুরা এলাকায় কৃষি জমিতে মাটি ও বালু ভরাট করা হচ্ছিল। রোববার অভিযান পরিচালনা করে পৃথক ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা’ আইনের ১৫ এর ১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও দণ্ডবিধির ১৮৮ ধারায় তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য: কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে জড়িতদের কারাদণ্ড ও জরিমানা আদায় অব্যাহত রয়েছে।