
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট ও বিশ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। বিজিবি সুত্রে জানান, ৩ জুন ভোর রাতের দিকে মিয়ানমারের বিপুল পরিমাণ সিগারেট ও ইয়াবা ট্যাবলেট গর্জনিয়া মরিচ্যাচর হয়ে পাচার হওয়ার গোপন সাংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের মালেকারগুনা নামক স্থানে অবস্থান নেয়। সকাল ৫ টার দিকে চোরাকারবারীরা পাচার কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি করে। এতে দুই পক্ষের গুলাগুলিতে ডাকাত দলের সর্দার কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল ইউনিয়নে বশির আহমেদের ছেলে নেমাজ উদ্দিন ডাকাত (৩৮) গুলিবিদ্ধ হয়ে মারা যান। মেজর রাফি- উস- হাসান ও হাবিলদার মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্ব এ-ই অভিযানে, ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট এবং ২০০০০পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। অপরদিকে মোস্তাক ও নেজামের নেতৃত্বে ডাকাত দলের প্রায় ১৫০ জন সদস্য বিজিবির উপর হামলা চালিয়ে ৫০, ৬০ রাউন্ড গুলিবর্ষণ করে এবং বিজিবির ব্যবহারিত চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। উল্লেখ গত একমাসে গর্জনিয়া ইউনিয়নে চোরাকারবারিদের আধিপত্য বিস্তারে খুন হয়েছে ৬ জন।বর্তমানে গর্জনিয়ায় তমতমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।