ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নড়াইলে প্রাইভেটকারে অগ্নিসংযোগ সহ মারপিটের অভিযোগ

নড়াইল সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে গোবরা গ্রামের নিউটন গাজীর (৩৮) মালিকাধীন প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন নিউটনের বৃদ্ধ পিতা ও স্ত্রী। গাড়ি পোড়ানোর পাশাপাশি বৃদ্ধ আবুল হোসেন গাজী (৬৮), নাসরিন আক্তার (৩৫), শিশু সাব্বির গাজী (১০) ও ৬মাস বয়সী আরাবকে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। রোববার দিনগত রাত ১২টার পরপর এ ঘটনা ঘটে। গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে নিউটন কাজ করায় গাড়িতে অগ্নিসংযোগসহ এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে নিউটনের বৃদ্ধ পিতা আবুল হোসেন গাজী জানান। অভিযোগে জানা যায়, গত ২১ মে অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করেন নিউটন। সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ কাজ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে।এ নির্বাচনকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠে। নিউটনের স্ত্রী নাসরিন জানান, নির্বাচনের দিন পর্যন্ত নিউটনকে হত্যা, চিরতরে পঙ্গু, চোখ উপড়ে ফেলানোর হুমকি দিয়েছিলেন উজ্জ্বল ও তাঁর অনুসারীরা। নিউটনের স্ত্রী আরও জানান, নির্বাচনের ঘটনা ও পূর্ববিরোধকে কেন্দ্র করে রাত ১২টার পর সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর অনুসারী ৫০-৬০জন লোক আমাদের বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে ভস্মিভূত করে দেয়।পরে তারা আমাকে, আমার শিশু সন্তান ও বৃদ্ধ শ্বশুরকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এসময় আমার একভরি ওজনের স্বর্ণালংকারসহ নগত টাকা লুটপাট করে নিয়ে যায়। এর আগে নিউটনকে খুঁজতে প্রতিবেশি লিটনের বাড়িতে গিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে বাড়ির কলাপসিবল গেট ভাংচুর ও বাড়ির মহিলাদের গালিগালাজ করে উজ্জ্বল ও তাঁর লোকজন। এ অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ জানান, আমি এলাকার বাইরে রয়েছি।ঘটনার সঙ্গে আমি ও আমার লোকজন জড়িত নহে। উদ্দেশ্যমূলকভাবে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ