ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন

আমতলীতে অসহায় মানুষের পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান

বরগুনার আমতলী উপজলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী
আলহাজ্ব গোলামা সরোয়ার ফোরকান উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায় দুস্থদের পাসে থেকেছেন সর্বসময় এমন ই কথা বললেন আমতলী কোর্টে আসা অসহায় মানুষরা । রবিবার সকাল ১০টায় আমতলী কোর্টে আসা দুস্থ মানুষদের খোজ খবর নিচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।গ্রামের প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি গ্রাম মহল্লা পাড়ায় তরুন বৃদ্ধ যুবক বয়স্করা পাড়ায় পাড়ায় আনারস প্রতিকের প্রচারনা চালাচ্ছেন।বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আঠারোগাছিয়া ইউনিয়ন থেকে। ২০০১ সালে বরগুনা- ৩ আসন থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওই আসন থেকে নির্বাচিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০২ সালে প্রধানমন্ত্রী ওই আসন ছেড়ে দিলে তিনি উপনির্বাচনে নৌকা নিয়ে নির্বাচন করে পরাজিত হন। বিনএপি ক্ষমতায় থাকায় ওই আসন থেকে মতিয়ার রহমান তালুকদার নির্বাচিত হন।এরপর ২০০৪ সালে আমতলী উপজেলা আওয়ামীলীগ
অফিস নিজ জমিতে তৈরি করেন। তিনি দীর্ঘদীন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ।নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই গুঞ্জন শোনা যাচ্ছে- আমতলী-উপজেলা বাসীর স স্বপ্ন পূরণে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিকল্প কে? ইতোমধ্যে
তিনি এলাকায় একজন জনবান্ধব মানুষ হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন। এলাকায় তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, এলাকাবাসীর কাছে অত্যন্ত সাদামাটা ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে দলমত নির্বিশেষে ব্যাপক পরিচিত মুখ আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন এলাকার ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন সাধিত করা, এলাকার রাস্তা-ঘাট কালভার্ট-ব্রিজ নির্মাণে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করা এবং এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত করাই তার নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য। রাজণীতির শুরু থেকেই
এলাকার মানুষের পাশে থেকেছি। কাছে থেকে তাদের ব্যথা অনুভব করেছি। কারো বিপদে কখনো পাশ কাটিয়ে যাইনি। মানুষের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি সেটা মানুষ বিবেচনা করবে।আশা করি ৫ জুন আমার প্রতীক আনারস মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।

শেয়ার করুনঃ