ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কুড়িগ্রামে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

একদিকে হয়রানির শিকার সেবা গ্রহীতা মানুষজন দিচ্ছে অভিযোগ, অপরদিকে সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অভিযোগের ভিত্তিতে দিচ্ছে ব্যাখা খোদ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রধান প্রধান ব্যক্তিদের সামনে থেকে। এমনই এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে।

কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ গণশুনানি কুড়িগ্রাম শহরের শেখ রাসেল পৌর অডিটরিয়ামে রোববার সকালে অনুষ্ঠিত হয়। এতে জেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভুক্তভোগী সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব খোরশেদা ইয়াসমীন। তিনি সেবা প্রদানের জন্য সরকারি কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘শুদ্ধ চর্চার মাধ্যমে দূর্ণীতি প্রতিরোধ করা সম্ভব। পরিসেবা পাওয়ার ক্ষেত্রে কোন প্রকার অনৈতিক সুযোগ-সুবিধা নেয়া যাবে না। হাসি মুখে সেবা প্রদানের জন্য সরকারি কর্মচারীদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। কোন অভিযোগ নিয়ে আসার জন্য,দূর্ণীতি দমন কমিশনের দ্বার সবার জন্য উন্মুক্ত’।

গনশুনানীতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সঞ্চালনায় জেলার ৪১ টি সরকারি দপ্তরের সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার, ঘুষ দিতে বাধ্য, বঞ্চনার শিকার ইত্যাদি নানান বিষয়ে ৬০ জন সেবাগ্রহীতা তাদের অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন এবং তাৎক্ষনিকভাবে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেগুলোর সমাধান দেয়া হয়। এসব অভিযোগের পর্যালোচনা করে দেখা যায়, জেলার হাসপাতাল, বিআরটিএ, গণপূর্ত বিভাগ, খাদ্য অধিদপ্তর, পাসপোর্ট অফিস, জেল হাজত, পোস্ট অফিস ইত্যাদি সরকারি দপ্তরগুলোতে মানুষ বেশি হয়রানির শিকার হচ্ছে।

সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ গনশুনানী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালেবুর রহমান, পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আফতাব উদ্দিন, দুদক কুড়িগ্রামের উপপরিচালক মো.সিরাজুল হক প্রমুখ।

শেয়ার করুনঃ