পটুয়াখালী-১ উপ র্নিবাচনে বিনা প্রতিদ্বন্দিতায় র্নিবাচিত এ্যাডভোকেট আফজাল হোসেনের দুমকির বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়। ১১১ পটুয়াখালী উপ র্নিবাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা র্মাকার র্প্রাথী কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন মনোনয়ন পত্র দাখিল, বাছাই শেষে একমাত্র র্প্রাথী বৈধ ঘোষনা।
অতঃপর বিনা প্রতিদ্বন্দিতায় পটুয়াখালী সদর, দুমকি, র্মিজাগঞ্জ এ তিন উপজেলার আসনে নবাগত এম.পি শুক্রবার ও শনিবার দুমকি পীরতলা বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শনিবার পাঙ্গাশিয়া আলিয়া মাদ্রাসা মসজিদে জোহরের ওয়াক্তে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি, ট্রেজারার সহ শিক্ষক র্কমর্কতা র্কমচারীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন । তাকে তিন উপজেলার মানুষ এম.পি হিসেবে পেয়ে খুশি। প্রতি উপজেলায়
বিভিন্ন সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছে।