
সাম্প্রতিক সময়ে দাগনভূঞা উপজেলা হাসপাতাল রোড়ের গফুর ম্যানশনের মালিক গফুর মিয়ার সাথে দীর্ঘদিন যাবত দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক বিতর্কিত ভাইস চেয়ারম্যান বর্তমান রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন সাথে সম্পত্তি কেনা বেচা ও মালিকানা নিয়ে বিরোধ।
তারাই ধারাবাহিকতায় গত ২৯ তারিখে ইউপি চেয়ারম্যান মামুনের ক্যাডার বাহিনী দিয়ে গফুর ম্যানশনের মালিক গফুর মিয়া’কে মারধরের ঘটনা ঘটছে ।ক্যান্সার আক্রান্ত গফুর মিয়া অতিরিক্ত মারধরের কারনে ১ জুন শনিবার মৃত্যুবরণ করেন।
গফুর মিয়ার আকস্মিক মৃত্যুর কারণ হিসেবে অভিযোগ উঠেছে দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের বিরুদ্ধে ।ইতিপূর্বে গফুর মিয়াকে মানষিকভাবে ক্ষতিগ্রস্থ করিয়েছেন এবং বেশ কয়েকবার হামলা করিয়েছেন মামুনের ক্যাডার বাহিনীরা।
অন্যদিকে গফুর মিয়ার পরিবার অভিযোগ করেন গফুর মিয়ার মৃত্যুর পিছনে দায়ী দখলবাজ সাবেক বিতর্কিত ভাইস চেয়ারম্যান বর্তমান ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত ঘটনায় ভিকটিমের পরিবারের কোনো সদস্য আমাদের কাছে অভিযোগ করতে আসেনি আসলে আমরা অভিযোগ নিবো।
অন্যদিকে গফুরের পরিবার থেকে জানানো হয়েছে তারা দাগনভূঞা থানায় ন্যায্য বিচার পাননি তাই তারা আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেছেন।