
আশুলিয়ায় পৃথক অভিযানে হেরোইন ও ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এগুলোর আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।
রোববার (২ জুন) দুপুরে মাদকসহ তিনজন কে গ্রেফতার করা হয়।
রবিবার (০২ জুন ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে গতকাল শনিবার (০১ জুন) সকালে আশুলিয়া মোজারমিল বাসস্ট্যান্ড ও রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,রাজশাহী জেলার মো.তরিকুল (৫৪),ঠাকুরগাঁও জেলার আজগর আলী (৩৬) ও রংপুর জেলার অমল চন্দ্র বিশ্বাস (৩৭)।
তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় তরিকুল নামের ওই মাদক কারবারির কাছ থেকে ৩৩ লাখ টাকার ৩২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।
সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান,গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকার সাভার,ধামরাই,আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে