
শান্তি, সম্প্রীতি ও সভ্য সমাজ গড়তে ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২রা জুন) নান্দাইল যুব ফোরামের আয়োজনে নান্দাইল উপজেলা সদর সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।ময়নসিংহ জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক কোঅর্ডিনেটর ইমন সরকার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা যুব ফোরামের আহবায়ক সাংবাদিক শাহজাহান ফকির, যুগ্ম আহবায়ক মো. মাহাবুব আলম খান, সদস্য সচিব সাংবাদিক মো. ফরিদ মিয়া, যুগ্ম আহব্বায়ক রমজান আলী, মোছা. আলী আজিজ মিলি, সদস্য মনিরা সুলতান মনি, মো. আশিক মিয়া প্রমুখ। সভায় বক্তারা সকল সামাজিক অপরাধ
কর্মকান্ড সহিংসতা, চুরি, জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তুলার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সভ্য সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। সে লক্ষ্যে নিজ পরিবার দিয়ে শুরু করে সমাজের প্রতিটি জায়গায় শান্তি ও সম্প্রীতি গড়ে তুলে একটি সভ্য সমাজ তথা সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নান্দাইল যুব ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।