
পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ (স্থাপিত ১৯৯৫খ্রি.)’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার বিকাল ৪ টার সময় এ্যাডভোকেট এম,এ কাদের ‘ল’ চেম্বার নবাব পাড়া,পটুয়াখালী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ’র সহ-সভাপতি আইনুন নাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা নাসির উদ্দিন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ’র যুগ্ম -সাধারণ সম্পাদক সাংবাদিক ফিরোজ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার পারভেজ, সহকারী নারী সেল জাকিয়া সুলতানা ওনির্বাহী সদস্য তপন কুমার কর্মকার।এ সভায় এসময় পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ’র সহকারী নারী সেল ও পটুয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার (জেসমিন) ও সহ- সভাপতি পুস্প রানী সাহা এবং সদস্য মানজু আরা সহ একাধিক সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় উক্ত ‘ল’ চেম্বার কার্যালয়ের সম্মুখে পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ’র নতুন সাইন বোর্ড স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।