
চট্টগ্রামের জোরারগঞ্জে ২৪ লিটার চোলাই মদসহ একজন পিকআপ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (০১ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনা পাহাড় মাইনুদ্দিন পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো,চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার জনাদনপুর নারায়ণ এলাকার মন্টু কুমার নাথ (৫৬)।
শনিবার (০১ জুন ) সন্ধায় এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.খাইরুল আলম।
তিনি জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে একটি সাদা রংয়ের পিকআপ যাহার রেজিঃ চট্ট মেট্রো-ন-১১-৬৬৫৪ এর চালক মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এ তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ)/ মো.দেলোয়ার হোসেন খান সঙ্গীয় র্ফোসসহ উক্ত পিকআপ এর চালককে আটক করেন। এসময় চালকের সিটের পিছনে একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর হতে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই /এসকে