
” সমবায় ভিত্তিক চাষ ফসল হবে দ্বিগুণ, ব্যয় হবে হ্রাস । ” এই প্রতিপাদ্যে রাজশাহী বিভাগের সমবায় কর্মকর্তাগণের অংশ গ্রহণে ‘ বঙ্গবন্ধুর ভাবনায় সমবায় ভিত্তিক কৃষি সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় সমবায় অধিদপ্তরের আয়োজনে মহানগরীর সি এ্যান্ড বি মোড় লক্ষীপুর বিভাগীয় সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল দশ টা’য় সেমিনারে সভাপতিত্ব ও প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মোখলেছুর রহমান, যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবন্ধক ও মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) মো. শরিফুল ইসলাম, সমবায় অধিদপ্তর ঢাকা। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর,
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সহ বিভিন্ন জেলা উপজেলা ও বিভাগীয় সমবায় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল ওয়াদুদ এম. পি, মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রধান অতিথি সমবায় ভিত্তিক চাষাবাদের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি নিস্ক্রীয় সমবায় সমিতিগুলোকে তদারকির মাধ্যমে স্বক্রীয় করার নির্দেশনা প্রদান করেছেন।
সেমিনারে সমবায় অধিদপ্তরের কর্মচারী- কর্মকর্তাগণ তাদের পদমর্যদা ও গ্রেড উন্নতিকরণে মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। সমস্যা সমাধানে অনুষ্ঠানের প্রধান অতিথি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে সেমিনারে জানিয়েছেন । এছাড়া সবমায় অধিদপ্তরের রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারী- কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অংশীজনদের স্বাবলম্বী করার জন্য স্বল্প মুনাফায় ঋণ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয় ।