ফরিদপুর জেলার কোতয়ালী থানা কাফুরা মুন্সিবাজার এলাকা থেকে একটি মাইক্রোবাস হতে ৯৩২০ পিস ইয়াবা, যার বাজার মূল আনুমানিক ২৭,৯৬,০০০ (সাতাশ লক্ষ ছিয়ানব্বই হাজার) সহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১০ ক্যম্প।
গত (৩১ মে) রাত ১২টায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে মোঃ আলামিন প্রামানিক (৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, ২। মোঃ কোরবান আলী(৩৭), পিতা-মোঃ আক্তার আলী, ৩। মোঃ সোহাগ শেখ (২৮), পিতা- মোঃ আক্তার আলী, বিনোদপুর কলেজ পাড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী কে আটক করেন।এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও নগদ ২৫,৫০০ (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
অপরদিকে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলা থেকে ৮৪ বোতল ফেনসিডিল, দুইটি মোটরসাইকেল সহ তিন জনকে আটক করেন র্যাব ১০ ক্যম্প।
গতকাল শুক্রবার দুপুর ২ টায় র্যাব আভিযান করে আনুমানিক ২,৫২,০০০/-(দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৮৪ (চুরাশি) বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,মিরাজুল ইসলাম (২৪), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং-পাথিলা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা,আবু সাইদ আব্দুল্লাহ (৪৪), পিতা- মতিয়ার রহমান, সাং- সামন্তা, চারাতলা পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ, মোঃ খোকন মিয়া (৪২)পিতা- মৃত মনির হোসেন, সাং-মাইল বাড়ীয়া,ঢাকাপাড়া, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ (সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।