
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো,খোকন,মো.মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু ওরফে মো.হীরা ও মো.সবুজ মিয়া।
শনিবার (০১ জুন ) বিকালে এসব তথ্য জানান গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু।
তিনি বলেন,জনৈক ভিকটিম গত ১০ মে বিকেলে ঠিকাদারী কর্মচারীদের বেতন দেওয়ার জন্য হেড অফিস হতে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা নিয়ে কাকলী হতে বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। সেই সময় বাসে একজন হকার ওঠেন। বাসে ওঠে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির জন্য যাত্রীদের উদ্দেশ্য কথা বলেন। তখন তার পাশের সিটে বসা ব্যক্তি গাড়ীর জানালা খোলার সময় তার মুখের সামনে হাত বাড়িয়ে জানালা খোলে।
ওই হকার তখন প্রত্যেক যাত্রীকে পড়ার জন্য একটি করে বই দেয় ।ভিকটিম বইটি পড়ার সময় তার চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। এরপর হকার কিছু যাত্রীকে একটি করে চকলেট জাতীয় ঔষধ ও পানি দিয়ে খেতে বলেন।
তখন হকারের নিকট হতে ভিকটিম চকলেট জাতীয় ঔষধ ও পানি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে দেখেন তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি এবং তার কাছে রক্ষিত কর্মচারীদের বেতন,মানিব্যাগ,একটি মোবাইল ফোন ও এয়ারপোর্ট সিকিউরিটি পাস কিছুই নেই। তখন তিনি বুঝতে পারেন অজ্ঞাতনামা মলম পার্টির খপ্পরে পড়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম ডিএমপির তুরাগ থানায় মামলা রুজু করেন।
তিনি আরও বলেন,মামলাটি ডিবিতে হস্তান্তর হলে গোয়েন্দা উত্তরা জোনাল টিম তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গতকাল বিকেলে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত খোকনের নিকট হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ডিআই/এসকে