ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

রাজবাড়ীতে ৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন,মিরাজুল ইসলাম (২৪),আবু সাইদ আব্দুল্লাহ (৪৪) এবং মো.খোকন মিয়া (৪২)।এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে বালিয়াকান্দি থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল। একই দিনে ফরিদপুর কোতোয়ালি থানা সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে সাতাশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে.কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যমানের ৮৪ বোতল ফেন্সিডিলসহ ০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাবিবুর রহমানের সন্তান। আবু সাইদ আব্দুল্লাহ ঝিনাইদহের মহেশপুর থানার মতিয়ার রহমানের সন্তান এবং খোকন মিয়া ঝিনাইদহের মহেশপুর থানার মৃত মনির হোসেনের সন্তান।

গ্রেফতারের সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়।

একই দিন রাতে ফরিদপুর জেলার কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ