
নোয়াখালী জেলার মাইজদী ফায়ার স্টেশন পুনঃনির্মাণ এবং ৮ তলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার। শনিবার ( ১ জুন ) সকালে উপলক্ষে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সকাল ১০টায় স্টেশন প্রাঙ্গণে উপস্থিত হলে লেফটেন্যান্ট কর্নেল মো.রেজাউল করিম,পিএসসি,পরিচালক (প্রশিক্ষণ,পরিকল্পনা ও উন্নয়ন) মহাপরিচালকের পক্ষে প্রধান অতিথিকে ফুলেল শ্রদ্ধায় স্বাগত জানান। এরপর তিনি প্রধান অতিথিকে নিয়ে অভিবাদন মঞ্চ আরোহণ করেন। এ সময় স্টেশন অফিসার রাহুল দেবনাথ-এর নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। অভিবাদন গ্রহণের পর অন্য অতিথিদের সাথে নিয়ে প্রধান অতিথি ৫ তলা ফায়ার স্টেশন ভবন এবং ৮ তালা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। এরপর তিনি স্টেশন প্রাঙ্গণে একটি আম্রপালির বৃক্ষ রোপণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার মেয়র মো. শহিদুল্লাহ খান,নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান,নোয়াখালী জেলার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব সত্যজিত কর্মকার বলেন,”এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। ফায়ার সার্ভিসের কিছু অপারেশনাল কাজের সময় নিজে উপস্থিত থেকে আমি দেখেছি, ফায়ারফাইটাররা নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে অন্যের জীবন ও সম্পদ রক্ষা করেন। সেবাধর্মী এই প্রতিষ্ঠানের বেশ কিছু প্রকল্প অনুমোদন করতে পেরে আমি আনন্দ বোধ করছি। ফায়ার সার্ভিসের জন্য আমার দরোজা সবসময় উন্মুক্ত থাকবে।” এ সময় প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ফায়ার সার্ভিসের পরিচালক লে.কর্নেল মো.রেজাউল করিম।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ, সহকারী পরিচালকগণ,উপসহকারী পরিচালকগণসহ ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক মো.শাহজাহান শিকদার।
উল্লেখ্য,অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাঈন উদ্দিন। তাঁর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ,পরিকল্পনা ও উন্নয়ন) সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ডিআই/এসকে