
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্য মাধ্যমিক কর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, ‘করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক চিকিৎসক প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের মানুষ চিরদিন তাদের এ আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’ প্রতিমন্ত্রী আরও বলেন,’ চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অসচ্ছল ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন তিনি।’প্রসঙ্গত, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর প্রোগ্রামের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ১ হাজার পিস কলেরা স্যালাইন ও ১০টি সিলিং ফ্যান প্রদান করা হয়।