
ফেনীতে অবরোধ চলাকালীন চিনি ভর্তি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় মো. রুবেল (৩০) প্রকাশ বোমা রুবেল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প। শুক্রবার (৩ অক্টোবর) রাতে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ডের বিরিঞ্চি পচি ফকির বাড়ির কমু মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় চুরি ডাকাতিসহ অন্যান্য ঘটনায় আরো সাতটি মামলা রয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামি রুবেলকে র্যাব ফেনী মডেল থানা হস্তান্তর করে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মো. সাদিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোমা রুবেলকে বিরিঞ্চি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি চট্টগ্রামের এস আলম চিনি মিল থেকে নোয়াখালী যাচ্ছিল। এই ঘটনায় চট্টগ্রামের ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিক উজ্জ্বল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানা একটি মামলা দায়ের করেন।
ডিআই/এসকে