
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মদন উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে ২৯ মে রোজ বুধবার। এই নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী (আজাদ)।
৩১ মে (শুক্রবার) দুপুরে উপজেলার গৌবিন্দশ্রী গ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী (আজাদ)।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ফুল ও মিষ্টি নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে নব-নির্বাচিত চেয়ারম্যান বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করে ভালোবাসার যে প্রমাণ দিয়েছেন তার প্রতিদানে আমার বাঁকী জীবন আপনাদের কল্যাণে নিয়োজিত রাখবো। এ বিজয় আমার একার না। এটা আপনাদের বিজয়, সমগ্র মদনবাসীর বিজয়। আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমার কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে-পাশে থাকার।