
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা ৩১ মে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র,মুনসুর আলী পাইক,রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ প্রমূখ।