
বাগেরহাটের মোরেলগঞ্জে “সমবায়ে গড়ছি দেশ, স্নার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৩) সকালে উপজেলা পরিষদ ভবনের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে এই দিবসটি পালিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোজাম্মেল হক মোজাম ভাইস-চেয়ারম্যান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকী বিল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, সমবায় একটি সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান। সমবায়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা সম্ভব।
তিনি বলেন, সরকার সমবায়ের প্রসারে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মোরেলগঞ্জ উপজেলায় সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সমবায়ের মাধ্যমে এই সম্ভাবনা কাজে লাগানো গেলে উপজেলার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।