
সরাইল উপজেলার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রথম বারের মত বহুল প্রত্যাশিত চেয়ারে বসে প্রথম কর্মদিবস সফলভাবে অতিবাহিত করলেন সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া। বৃহস্পতিবার (৩০ মে) সকালে সরাইল উপজেলা পরিষদের কার্যালয়ে তিনি প্রথম কর্মদিবসের শুরুতে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। এর আগে তিনি এক মেয়াদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন।
এ সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেজবা উল আলম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়ার প্রথম কর্ম দিবসের শুরুতে উপজেলা পরিষদের বাহিরে বিপুল সংখ্যক উৎসুক নেতা-কর্মী ও শুভাকাংখীদের উপস্থিতি দেখা যায় এবং নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সকলে বরণ করেন। পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে সরাইলের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।
এদিকে একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করে সফলভাবে অতিবাহিত করেন সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম।
এর আগে গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়া, ভাইস চেয়ারম্যান মো: হানিফ আহমেদ সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগমসহ অন্যান্য এলাকায় নির্বাচিতদের একযোগে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
উল্লেখ্য গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: শের আলম মিয়া, ভাইস চেয়ারম্যান পদে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা: রোকেয়া বেগম।