
ঘূর্ণিঝড় রেমালে আমতলী উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া বালিয়াতলীর জেয়ারের পানির তোড়ে ভেসে যাওয়া বেড়ি বাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা বুধবার বিকালে পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বরগুনা আসনের নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি।এ সময় প্রভাষক ফারজানা সুমি এমপি রেমালে ক্ষতিগ্রস্থ জনসাধারনের বাড়ী ঘর পরিদর্শন করেন ও খাদ্য সহয়তা প্রদান করেন।এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালাসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।