রাজশাহীর বাগমারায় তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পাঁচ ঘটিকায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান মোকবুল হোসেন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সফিকুল ইসলাম , রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ ।
সভা শেষে জাতীয় চার নেতা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।