
শেরপুরের ঝিনাইগাতীতে ছোট ভাইকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগেে প্রকাশ, উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম গজারীকুড়া গ্রামের বাহার আলীর ছেলে মো:আজাহার আলী (৪২) তার পৈতৃক ভিটার অংশ সাড়ে ১৪ শতাংশ ও তার নিজের ক্রয় করা জমি সাড়ে ১৪ শতাংশ মোট ২৯শতাংশ জমিতে ঘরবাড়ি করে বসবাস করে আসছিল। ২৪মে শুক্রবার সকাল ১১ঘটিকায় বড়ভাই মো: আব্দুর রাজ্জাক, ছেলে রাসেল মিয়া ও সালমান মিয়াকে সাথে নিয়ে ওই জমি জবরদখল করার সময় আজাহার বাঁধা দেয়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাজ্জাক, আজাহারকে মামলায় জরিয়ে জেল হাজত খাটানোর হুমকি দেয়। এবং পৈতৃক ভিটেবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য নিজেরাই নিজেদের বড় ধরনের ক্ষতি করে ছোট ভাই আজাহারকে ফাসানোর চেষ্টা করবে বলে হুশিয়ারী দেয়। মিথ্যা মামলার হয়রানি ও অদৃশ্য ষড়যন্ত্র থেকে রেহাই পেতে মো; আজাহার বাদী হয়ে বড়ভাই আব্দুর রাজ্জাক (৬৫) মো;রাসেলমিয়া (৩৫) মো; সালমানমিয়া (৩০) কে আসামি করে, শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রত্যক্ষদর্শিরা জানান, এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বহুবার মিমাংসা করে দিলেও রাজ্জাক পরে অস্বীকার করে। রাজ্জাক তার ছোট ভাই আজাহার এর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় কয়েকবার মিথ্যা মামলা দায়ের করেও ক্ষ্যান্ত হয়নি, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ২ ভাইয়ের পরিবারের মধ্যে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।