
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা ২০২৪ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি মহোদয়ের সভাপতিত্বে আজ ৩০ মে ২০২৪ তারিখ সকাল ১১:০০ টায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো:রিয়াজুল ইসলাম, জন আনিসুজ্জামান,চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো:আনিসুজ্জামান সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)জাকিয়া সুলতানা
;চুয়াডাঙ্গাসহ অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবি, টিআই(অ্যাডমিন), ট্রাফিক বিভাগ, চুয়াডাঙ্গা।