
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে মাদকসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। তাদের কাছে থেকে প্রায় ৭ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও প্রায় ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।
গ্রেফতারকৃতরা হলেন-ঢাকার মো.তানভির হোসেন সিফাত (২৮),গাজীপুরের মো.ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), মো.রাব্বি হাসান রাতুল (২০) ও কুষ্টিয়ার মো.সুন্নত আলী (৩৯)।
র্যাব জানায়,বুধবার বিকেলের দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ৬,৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো.তানভির হোসেন সিফাতকে গ্রেফতার করা হয়। এছাড়া আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ অপর তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে.কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন,গ্রেফতারকৃতরা পারস্পরিক যোগসাজসে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার,ধামরাই,আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।
গ্রেফতার রাব্বি হাসান রাতুলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে