ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

লক্ষ্মীপুর সদরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টিপুর হ্যাট্রিক 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু। বুধবার (২৯ মে) রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। 

উল্লেখযোগ্য বিষয় হলো এদিকে টানা তিনবার চেয়ারম্যান হয়ে হ্যাট্রিক করেছেন সালাহ্ উদ্দিন   টিপু। ২০১৪ সালে প্রথমবার নৌকা প্রতীক নিয়ে টিপু চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন । এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েও চেয়ারম্যান নির্বাচিত হন। 

এবার দলীয় সিনিয়র ও বিজ্ঞদের  ম্যানেজ করে নির্বাচনী মাঠে নামেন টিপু। বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছেন। ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউই তার আশেপাশে নেই। টিপু জেলা যুবলীগের সাবেক জনপ্রিয় সভাপতি।
সালাহ্ উদ্দিন টিপুর  প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ঘোড়া প্রতীকে রহমত উল্লাহ বিপ্লব ৬ হাজার ৩৯৭, দোয়াত কলমে আবুল কাশেম ৩ হাজার ৫০৫, মোটরসাইকেলে মো. নিজাম উদ্দিন ১ হাজার ২৫৯ ও আনারস প্রতীকে আবুল কাশেম চৌধুরী ৭৬২ ভোট পেয়েছেন।

ভোটের হিসেবে  হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভাইস চেয়ারম্যান নির্বাচনে। এতে বই প্রতীকে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউছুফ পাটোওয়ারী ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের হাফিজ উল্যা পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট। তারা ছাড়াও আরো ৩ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা ৬১ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে কাজী খালেদা আক্তার ২৮ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। এ পদে আরো একজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার একটি পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ উপজেলা মোট ভোটার ৬ লাখ ১৯ হাজার ৬৪৫। এর মধ্যে ভোট পড়েছে ৮৪ হাজার ৫৪৭। হিসেব মতো প্রদত্ত ভোটের শতকরা হার ১৩.৬৪ শতাংশ।

শেয়ার করুনঃ