
জাতীয় ভিটামিন” এ” প্লাস ক্যাম্পেইন ২০২৪ ১জুন শনিবার পালন উপলক্ষে পটুয়াখালী পৌরসভা পর্যায়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে ।৩০ মে বৃহস্পতিবার বেলা ১১টায় উক্ত পৌর সভার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সৈয়দা আকলিমুন নেছা, প্যানেল মেয়র-১,পটুয়াখালী পৌর সভা। এ সময় পটুয়াখালী পৌরসভার ইপিআই সুপারভাইজার মোঃ রিয়াজুল ইসলাম’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ একরামুল নাহিদ, পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাইলি বেগম,৪,৫ও৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা বিনতে সিকান্দার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লোকমান হোসেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ চাঁনু খাঁ,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাকিব আকন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বেল্লাল হোসেন এবং পটুয়াখালী পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারী গন এবং সাংবাদিক বৃন্দরা। জানা যায়, ১ জুন শনিবার সকাল ৮ থেকে সন্ধ্যা পর্যন্ত পটুয়াখালী পৌরসভায় সুপারভাইজার ৩ জন ও ৯০ জন সেচ্ছাসেবক মিলে ৪৫টি কেন্দ্র থেকে ৬ মাস থেকে ১১ মাসের কম বয়সী শিশু ১,১৮৫ জন ও ১২ মাস থেকে ৫৯ মাসের কম বয়সী ৯,৯৪৯ জন শিশু কে নীল ও লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নির্ধারন করা হয়েছে