
নড়াইলে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নড়াইল শহরের বশভবন প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমাদুল হাসার সনির সঞ্চলনায়, উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার রিজভি জর্জ।
নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মন্জুরুল সাইদ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান ইসলাম নিশান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত তুরশীদ শাথীল, তথ্য ও গবেষণা সম্পদক দূর্জয় খান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়াল, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু প্রমূখ।
এছাড়া ও নড়াইল জেলা, উপজেলা, পৌর, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।