রাজধানীর ভাটারা থেকে জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশীসহ মো.সাইদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১। এসময় বিয়ার বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার ( ৩০ মে ) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৃহস্পতিবার ভোররাতে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় একটি চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সহ জাল টাকা তৈরি করে আসছে।
সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউয়ে সাঈদনগরের ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ দোকানের সামনে থেকে জালনোট তৈরী ও মাদক ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম সাগরকে (২৯) গ্রেফতার করে।
এ সময় আসামীর নিকট হতে দেশীয় তৈরী ২৩৪ ক্যান বিয়ার,৯৬ হাজার জাল টাকা,১টি মোবাইল ফোন,১টি প্রাইভেটকার এবং নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, আসামী মো.সাইদুল ইসলাম সাগর মূলত দীর্ঘদিন যাবৎ জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে