
সারা দেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ২দিন ব্যাপি বৃত্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর ২০২৩ খ্রি.) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ২দিন ব্যাপি বৃত্তি পরীক্ষার সমাপ্তি হয়েছে। দেশের বিভিন্ন স্থানের মত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাও ব্যাপক উদ্দিপনার মধ্যে দিয়ে ৩টি কেন্দ্রের পরীক্ষা সমাপ্তি হয়েছে। উক্ত পরীক্ষায় উপজেলার ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৬৫ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা- ২০২৩ ইং উপলক্ষে কেন্দ্র গুলো পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব এস.এফ.এ.এম শাহজাহান সাহেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আহসান, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা সাইফুল ইসলাম মৃধা, অধ্যাপক এনায়েত উল্লাহ, প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন, মোঃ শামসুর রহমান ও মোঃ মুজিবুর রহমান বাহার সহ প্রমূখ।