ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

উলিপুরে ইজারাদারের দৌরাত্ম্যে পথচারী-ব্যবসায়ীদের ক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার চৌমহনী বাজারে ইজারাদারের দৌরাত্ম্যে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যে কোন মহুর্তে রক্ত ক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে।
ইজারার শর্ত ভঙ্গ করে সরকারী কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত হাট শেডটিতে দোকান বা মাছ ব্যবসায়ীদেরকে না বসিয়ে চৌরাস্তা মোড়ে ও রাস্তায় চটি দোকান ও মাছ বাজার বসিছেন।
অপর দিকে হাট শেডে মোটর সাইকেল গ্যারেজ করে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদার মহসীন আলী। ফলে রাস্তায় ও চৌরাস্তা মোড়ে প্রতিনিয়িত যানযট লেগে থাকে। ফলে দুর্ভোগে পড়তে হয় পথচারীরাদের। ব্যসায়ীদের নিরাপত্তা ও সুবিধার্থে তৈরী করা হাট শেডটি ব্যববহার না করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে ।

অনুুমোদিত হারে টোল আদায়ের তালিকা প্রকাশ্য জায়গায় না থাকায় নিজের ইচ্ছেমত দোকানদারদের কাছ থেকে নিজের ইচ্ছে মত টোল আদায় করছেন। ঝাড়ু–দারের বেতন ইজারাদারকে দেয়ার শর্ত থাকলেও তিনি তা করেন না উল্টো ঝাড়ু–দার দিয়ে টোল আদায় করেন। স্থানীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন সরকারী দিবস পালন, মিটিং সালিশ করা, পথচারী ও বাজারে আসা মানুষের বসার জন্য সরকারী ব্যয়ে নির্মিত ইট দিয়ে বাঁধাই জায়গায় (মুক্তমঞ্চ) মোটা অংকের টাকা নিয়ে দোকান বসিয়ে দিয়েছেন। ইট দিয়ে বাঁধাই করা মানুষের বসার জায়গাটি এখন বেদখল হয়েছে। বাজার বণিক সমিতির কমিটিকেও তোয়াক্কা করছেন না ইজারাদার। এতে ইজারাদারের হাতে নাজেহাল হচ্ছেন সাধারণ ব্যবসায়ীসহ ক্রেতারা ।
এ সংক্রান্ত অভিযোগ বাজার বণিক সমিতির কমিটির পক্ষ হতে ইট দিয়ে বাঁধাই করা মানুষের বসার জায়গা মুক্তমঞ্চ হতে অবৈধ দখলমুক্ত করতে আবেদন করার চার মাসেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি উপজেলা প্রশাসন। এতে চরম উত্তেজনা বিরাজ করছে পথচারী, ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের মাঝে।
এ ব্যাপারে বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, কমিটির নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীদের সাথে আলোচনাক্রমে সর্বসম্মতিভাবে মাছের দোকান হাটশেডে বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু ইজারাদার এ সিদ্ধান্তে কাজ করেন নাই। তিনি রাস্তার পাশে দোকান পাট বসিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছেন।
হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ইউনুছ আলী বলেন, সরকারী ব্যয়ে নির্মিত ইট দিয়ে বাঁধাই জায়গায় (মুক্তমঞ্চ) ইজারাদার দোকান বসিয়ে দেয়ার বিষয়টি লিখিতভাবে আমি গত ৪ এপ্রিল উলিপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমি প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি অতি দ্রুত সরকারী ব্যয়ে নির্মিত মানুষের বসার জন্য ইট দিয়ে বাঁধাই জায়গা (মুক্তমঞ্চ) হতে অবৈধ দোকান সরিয়ে নেয়া ব্যবস্থা গ্রহন করা হউক।
বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ সাধারণের সাথে কথা বলে জানা গেছে, ইজারাদার মহসীন আলী স্থানীয় প্রভাব খাটিয়ে হাটশেডে মোটর সাইকেল গ্যারেজ করে হাট শেড থাকা সত্বেও তিনি মাছ বাজার রাস্তায় বসিয়ে ফায়দা লুটছেন। হাট শেডে গরু জবাই করে ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করছেন।
নিয়মনীতির তোয়াক্কা না করে ঐতিহ্যবাহী বাজারে আগত ক্রেতা সাধারণ মানুষের কাছে ও মোটর সাইকেল গ্যারেজ থেকে অবৈধভাবে টোল আদায় করছেন ইজারাদার । এ নিয়ে প্রতিদিন অপ্রীতিকর ঘটনা ঘটছে উক্ত বাজারে।
এব্যাপারে জানতে ইজারদার মহসীন আলীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়, এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান জানান,ওই বাজারের জায়গা উদ্ধারের জন্য নথিপত্র জেলা প্রশাসক স্যারের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ