
আসন্ন যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান । দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন তিনি। ভোটারদের কাছে ভোট প্রার্থনার সঙ্গে সঙ্গে উপজেলার সমস্যাগুলোকে চিহ্নিত করে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী মাঠের শক্ত এ প্রতিদ্বন্দ্বী।গণসংযোগকালে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড
সাধারণ মানুষের কাজে তুলে ধরছেন তিনি। আগামী ৫জুন অনুষ্ঠিত হবে আমতলী উপজেলা পরিষদ নির্বাচন।তাই ভোটারদের ভালোবাসা নিয়ে বরগুনার আমতলী উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের পাশে থাকতে চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগর তিনি তৈরি করছেন এখান থেকেই। বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন দিকে
তাকালে দেখা যাবে উন্নয়নের ছোঁয়া। রাজনীতির পথপরিক্রমায় পথচলার কথায় আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, আমার বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারে। পারিবারিকভাবে আমাদের পরিবারের প্রায় সকল সদস্যই রাজনীতির সাথে সম্পৃক্ত। এ উপজেলার মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে
যাচ্ছি। জাতির পিতার আদর্শের অনুসারি। আমাদের পরিবারের সকলেই শত বাঁধার মুখে পড়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিন্দুমাত্র সরে আসেনি। আমার মন-মননে বঙ্গবন্ধুর বাস। ২০১৯ সালে জনগনের বিপুল ভোটে আমি প্রথম বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হই উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে । ২০২৪ সালে দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন করার চেষ্টা করবো। তিনি আরো বলেন, সচেতন মানুষমাত্রই রাজনীতিসংশি-ষ্ট। রাজনৈতিক সচেতনতা
ছাড়া দেশ-সমাজ-রাষ্ট্রের উন্নয়ন ভাবা বৃথা। রাজনীতি হচ্ছে মানুষের জন্য দেশের উন্নয়নের জন্য। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে আমতলীকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা কার্যক্রম উন্নত ও মাদক মুক্ত উপজেলা ঘোষণা করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের জিরো টলারেন্স নীতির সাথে একমত পোষন করে আমতলী উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করে যাবো । ২০১৯ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কি কি করেছেন জানতে চাইলে তিনি বলেন, পরিপূর্ণ বিবরণ এই মুহূর্তে দেয়া সম্ভব নয়। আমার চেয়ে আমার এলাকার মানুষই বলতে পারবে আমি কতোটা তাদের জন্য করতে পেরেছি।
তবে কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে। কেউই ভুলের উর্ধ্বে নয়। তাই দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে আমতলীকে একটি মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।আমতলী উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তরিত রের নিমিত্তে শিক্ষা কার্যক্রম উন্নত ও মাদকমুক্ত উপজেলা করাসহ বিভিন্ন কার্যক্রম শিক্ষা চিকিৎসা, উন্নয়ন, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবো।