
পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে কমউিনিটি পুলিশিং ডে ২০২৩। এ উপলক্ষে শনিবার দুপুরে কলাপাড়া থানার আয়োজনে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়। কলাপাড়া থানার ওসি আলী অহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মন্ডল,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার এবং পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। পরে কেক কেটে কমিউনিটি ডে পালন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।