মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বছরের পলাতক আসামি মো.রুবেল (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। রাজধানীর কদমতলী থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বলে জানানো হয়।
বুধবার (২৯মে) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
শিহাব করিম বলেন,মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বছরের পলাতক আসামি মো.রুবেল (৪৫),কে গতকাল মোঙ্গবার (২৮ মে) ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
তিনি বলেন,এজাহার সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মো. রুবেল বিগত ২০১৮ সালের ১৮ মে মাদক বিক্রয়ের সময় (১১০ গ্রাম) হেরোইন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে কদমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়।
মামলায় গ্রেফতারকৃত আসামি ৬ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে আসামি পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো.রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতার সংক্রান্তে ডিএমপির কদমতলী থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে