
শপথ গ্রহণ করলেন মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি।
মঙ্গলবার (২৮ মে) সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেন। সেই প্রেক্ষিতে মিরসরাই থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণও সম্পন্ন হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৫ বছরের জন্য মিরসরাই উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবেন তাঁরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে মুঠোফোন বলেন, আমি আজ থেকে আনুষ্ঠানিক ভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি। উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিটি কর্মকাণ্ড সুনির্দিষ্ট পরিকল্পনার সাথে করতে চাই।কেননা আমাদের মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল ভাই আমাদের অভিভাবক এবং তিনি জাতীয় সংসদের একজন স্মার্ট সদস্য। তিনি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে স্মার্ট মিরসরাই গড়ে তুলার ঘোষণা দিয়েছেন। আমিও আমার নেতার সাথে একাত্মতা পোষণ করে একটি উন্নয়ন পরিকল্পনার স্লোগানকে সামনে রেখে কাজ করে যেতে চাই। আর সেই স্লোগান হলো, স্মার্ট নেতার স্মার্ট মিরসরাই। তিনি আরো বলেন, ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল ভয়াবহ রুপ নিয়ে আঘাত এনেছে। মিরসরাইয়ে তার প্রভাব পড়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলায় বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন।৷ প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি এবং আনুষ্ঠানিকতা শেষ করে ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান চেয়ারম্যান নয়ন।
শপথ গ্রহণ শেষে সার্কিট হাউসের বাহিরে মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন সহ সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।উল্লেখ্য, গত ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে মিরসরাইয়ে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি নির্বাচিত হয়।