ঢাকা, সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যাত্রাবাড়ীতে ১০৫০০ ইয়াবাসহ আটক ৪
ফের ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের এডির দায়িত্বে মেহেদী হাসান
এসএমপি ও চাঁদপুরে অনলাইনে সকল ধরনের জিডি সেবা চালু: হেডকোয়ার্টার্স
কু‌ড়িগ্রা‌মে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই‌য়ের অ‌ভি‌যোগ
মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
বকশীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সন্ত্রাসী কবির-মুসার অন্যতম দুই সহযোগী গ্রেফতার
ঝিকরগাছায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ দায়ের
বাগমারায় জমিজমা জবর দখল অপচেষ্টার অভিযোগ
নান্দাইলে রাস্তার পাশে পচাঁ ডিম ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’কে খোলা চিঠি
বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করা যাবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঝিকরগাছা উপজেলা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন
গাজীপুর সিটি কর্পোরেশনকে ধূমপানমুক্ত করতে অফিস আদেশ জারি
বকশীগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ব্যাপক গণসংযোগ

আজ আশুগঞ্জ সহ ব্রাহ্মণবাড়িয়ার ২ উপজেলায় ভোট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার তৃতীয় ধাপের উপজেলা পরিষদর নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আশুগঞ্জ উপজেলায় নিয়োজিত প্রিজাইনিং অফিসারদের হাতে মালামাল তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর—এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নয়জনের মধ্যে চারজন আওয়ামী লীগ নেতা ও বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতা আছেন। বাঞ্ছারামপুরে স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা প্রার্থী হয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সমর্থন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের পক্ষে। আর আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে তিন প্রার্থীর পক্ষে মাঠে আছে। তবে আওয়ামী লীগের অনেক নেতা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদের পক্ষে কাজ করছেন।
তৃতীয় ধাপে আজ বুধবার(২৯ মে) আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে,আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্র রয়েছে। এতে ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। ভোটে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ আনসার পুলিশ বাহিনী যথাযথ মোতায়েন রয়েছে। তৃতীয় ধাপের এই নির্বাচনে আশুগঞ্জ উপজেলায় ৫ জন চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কৃত আবু আসিফ আহমেদ (আনারস প্রতীক), উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হানিফ মুন্সী (দোয়াত কলম), উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল করিম খান (মোটরসাইকেল), জসিম উদ্দিন (হেলিকপ্টার) ও শাহাবুদ্দিন (ঘোড়া) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।২০২৩ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জাতীয় সংসদের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন আবু আসিফ আহমেদ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের ভাতিজা ছয়ফুল্লাহকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলামকে (ঘোড়া প্রতীক) সমর্থন দিয়েছেন সংসদ সদস্যসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ছাড়া নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাখাওয়াত হোসেন (হেলিকপ্টার) ও এ বি এম আলী কাউসার (মোটরসাইকেল)।
নাম প্রকাশ না করার শর্তে আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী হানিফ মুন্সীর বিরুদ্ধে। কারণ, তাঁর বংশের লোকজনের আধিপত্যের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। নানা কারণে এই নির্বাচনে বেকায়দায় আছেন হানিফ মুন্সী। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হলেও দলের উল্লেখযোগ্য কেউই তাঁর পক্ষে নেই। এমনকি নিজের গ্রাম চরচারতলার মানুষের পুরোপুরি সমর্থনও পাচ্ছেন না তিনি। গ্রামের কয়েকটি বড় বংশসহ অধিকাংশ মানুষ বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফকে সমর্থন করছেন
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক জানান, মঙ্গলবার দুপুর থেকেই আমরা নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নির্দেশনা দেয়া রয়েছে তাছাড়াও ভোটের সুন্দর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত, অর্থাৎ ২৮ মে দিনগত মধ্যরাত ১২টা থেকে ২৯ মে দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।সুষ্ঠু নির্বাচনের লক্ষে গঠিত বিভিন্ন টিমের বিষয়ে ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম, মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এবং উক্ত টিমসমূহের কার্যক্রম নির্ধারিত তিন দিন পর পর বা ক্ষেত্রমতো তাৎক্ষণিক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে। রিটার্নিং কর্মকর্তা টিমসমূহ কর্তৃক নির্বাচন কমিশন সচিবালয়কে অবগত করানোর জন্য নির্দেশনা দেবেন।

শেয়ার করুনঃ