ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে শোকজ

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে শোকজ প্রদান করা হয়েছে ‌ গতকাল সোমবার ফরিদপুর নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খান স্বাক্ষরিত এ শোকজ নোটিশ দেওয়া হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে আজ মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে উক্ত শোকজ এর সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, ৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৩য় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। আপনি মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য ২১৪(ফরিদপুর-৪)। সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ‘‘আনারস” প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম তাঁর বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতেও প্রচারিত হয়েছে। এছাড়া, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে চেয়ারম্যান পদে ‘‘ঘোড়া” প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছেন।এমপি নিক্সনের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে কাঁদলেন চেয়ারম্যান প্রার্থীএমপি নিক্সনের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে কাঁদলেন চেয়ারম্যান প্রার্থীনোটিশে নিক্সন চৌধুরীকে আরও বলা হয়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২ এর উপবিধি-(১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’। উল্লেখ যে, বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারবেন না। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি-(১০ ও (২) এবং বিধি- ১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথিসমূহে, আপনার আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনি‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হওয়া সত্ত্বেও কেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা আজ ২৮ মে বিকেল ৪টার মধ্যে নিম্নস্বাক্ষরকারী/উপজেলা নির্বাচন অফিসার, ভাঙ্গা-সদরপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, আগামী ২৯ মে ৩য় ধাপে ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ আনেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শেয়ার করুনঃ