ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যাপক ড. আনোয়ার হোসেন পুলিশকে শান্তির অভিভাবক হিসাবে উল্লেখ করে কমিউনিটি পুলিশিং এর অতীত ও বর্তমান বিষয়ে প্রবন্ধ তুলে ধরেন। ক্রাইম প্রিভেনশন ক্লিনিক,বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার, সবুজ করি কুড়িগ্রাম, লিটল ফ্রি লাইব্রেরি, প্রায়োরিটি চেয়ার সহ জেলা পুলিশের নানাবিধ জনসম্পৃক্ত কাজের বর্ননা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বীর বিক্রম মো. আব্দুল হাই সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম টুকু,বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ লাল, পিপি এস এম আব্রাহাম লিংকন, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাতেন, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী, জেলা মটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকসী, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসি, সাধারণ সম্পাদক অলক সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, জেলা বার এর সভাপতি জনাব এ্যাড: আমজাদ হোসেন, রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মন্ডল, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান বাবু, এ্যডভোকেট আহসান হাবিব নিলু, সিনিয়র সাংবাদিক সফি খান, নাব মমিনুল ইসলাম মন্জু, হুমায়ন কবির সূর্য, জেলা আওয়ামীলিগের সহ সভাপতি আবু মো. সাঈদ হাসান লোবান,কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত, সাবেক সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সাজু, সম্মানিত নাগরিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা কমিউনিটি পুলিশিং এর অন্যান্য সদস্যনৃন্দ।

কুড়িগ্রাম জেলায় ( শনিবার ৪ নভেম্বর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ।

র‌্যালী ও অনুষ্ঠানের উদ্বোধন শেষে পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করে সম্মিলিত ভাবে কুড়িগ্রাম জেলায় মাদক,জুয়া,নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলে পুলিশের পাশে থেকে কাজ করার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্রকে হৃদয়ের গভীরে ধারন করে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলার জন্য কাজ করার অনুরোধ করেন। এছাড়াও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যের মাঝে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন কর্তৃক সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবছরের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হোন উদয় শংকর চক্রবর্তী ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং পুলিশ অফিসার হোন উলিপুর থানার এসআই মো. মশিউর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীনের সঞ্চালনায় কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের বিভিন্ন থানা/ইউনিট ইনচার্জ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ