
প্রবল ঘূর্ণিঝড় “রিমাল” এর এ এপর্যন্ত আপডেট খবর।পায়রা সমুদ্র বন্দরকে ১০(দশ)নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্ততে ০৩(তিন) পূনঃ ৩(তিন) নম্বর স্হানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর -১৯(উনিশ),তারিখ:২৭০৫.২০২৪ খ্রিঃ এবং আবহাওয়াবিদ পরিচালকের পক্ষে মোঃবজলুর রশিদ ২৭.১০০০বিএসটি স্বাক্ষরিত পত্রে সুত্রে এ তথ্য জানা গেছে।