ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১

হায়দরাবাদকে উড়িয়ে আইপিএলের তৃতীয় শিরোপা কলকাতার

ডেস্ক রিপোর্ট : স্বপ্নের মতই আসর কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। লিগপর্ব থেকেই দুর্দান্ত শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দলটি। সবার শীর্ষে থেকেই প্লে-অফে এসেছিল। কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে উঠেছিল ফাইনালে। শিরোপার মঞ্চেও মুখোমুখি হায়দরাবাদের। চলতি আসরে ঝড় তোলা হায়দরাবাদ ব্যাটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাত্তাই দিল না কেকেআর বোলাররা। পরে ব্যাট হাতে প্যাট কামিন্সের দলকে বিধ্বস্ত করে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে নাইট রাইডার্স।

চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে লড়ে তৃতীয় সাফল্যের দেখা পেয়েছে বলিউড কিংবদন্তি শাহরুখ খানের মালিকানাধীন দলটি। ২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল কলকাতা। প্রথম শিরোপা আসে সে আসরে। ২০১৪ সালে দ্বিতীয় শিরোপা জেতে কেকেআর। সবশেষ ২০২১ সালে ফাইনালে ওঠে দলটি, শিরোপার লড়াইয়ে সে আসরে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরে যায়।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। হায়দরাদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে ভেঙ্কেটেশ আয়ার ও রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে ১০.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে কেকেআর।

শিরোপার মহারণে টসে জিতে আগে ব্যাটে নামার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আইপিএলের ফাইনালে আগে ব্যাটে নেমে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটে ১২৯ রানে থেমেছিল মুম্বাই। পুনে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে ১ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।

বোলারদের দারুণ সাফল্যের পর কলকাতার টপঅর্ডার ব্যাটাররাও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সুনীল নারিন ব্যর্থ হয়ে ফিরে যান। ২ বলে ৬ রান করেন ক্যারিবীয় ব্যাটার।

নারিন ফেরার পর গুরবাজ ও ভেঙ্কেটেশ আয়ার ঝলক দেখান। ৪৫ বলে ৯১ রানের উড়ন্ত জুটি গড়েন দুজনে। ৮.৫ ওভারে জয়ের কাছাকাছি পৌঁছে লেগ বিফোরের শিকার হয়ে ফিরে যান গুরবাজ। পাঁচটি চার ও দুটি ছক্কায় ৩২ বলে ৩৯ রান করেন আফগান ওপেনার।

দশম ওভারের শেষ বলে ২৪ বলে ফিফটি পূর্ণ করেন ভেঙ্কেটেশ। পরে শ্রেয়াস আয়ারকে সঙ্গী করে কলকাতাকে তৃতীয় শিরোপার স্বাদ এনে দেন টপঅর্ডারের এই ব্যাটার। ২৬ বলে ৫২ রান করেন ভেঙ্কেটেশ, ৩ বলে ৬ রান করেন শ্রেয়াস।

হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।

এর আগে কেকেআর বোলারদের সামনে হায়দরাবাদ ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে কামিন্সের ব্যাট থেকে। ১৯ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। ২৩ বলে ২০ রান করেছেন এইডেন মার্করাম। হেইনরিখ ক্লাসেন ১৭ বলে ১৬ রান এবং নিতিশ কুমার রেড্ডি ১০ বলে ১৩ রান করেন। বাকীদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল তিনটি, হারশীত রানা এবং মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন।

ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ

আইপিএলের চলতি আসরে দুর্দান্ত করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়ে আবার নিজেরাই ভেঙেছিল তা। ব্যাট হাতে ঝড় তোলা ব্যাটাররা ফাইনালের মঞ্চে ব্যর্থ হয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। আইপিএলের ফাইনালে আগে ব্যাটে নেমে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স বোলারদের তোপে ১১৩ রানে থেমেছে তাদের ইনিংস।

ফাইনালে আগে ব্যাটে নেমে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটে ১২৯ রানে থেমেছিল মুম্বাই। পুনে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে ১ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

কেকেআর বোলারদের সামনে হায়দরাবাদ ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে কামিন্সের ব্যাট থেকে। ১৯ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। ২৩ বলে ২০ রান করেছেন এইডেন মার্করাম। হেইনরিখ ক্লাসেন ১৭ বলে ১৬ রান এবং নিতিশ কুমার রেড্ডি ১০ বলে ১৩ রান করেন। বাকীদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

শেয়ার করুনঃ