
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
রোববার (২৬ মে)বাহিনীর সদর দফতরে তাদের এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.নাজিম উদ্দিন,উপমহাপরিচালক প্রশাসন কর্নেল তসলিম এহসান,আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নূরুল হাসান ফরিদী,উপমহাপরিচালক (অপারেশন্স) মো.ফখরুল আলম,উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো.জিয়াউল হাসান ও পরিচালকসহ সদর দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- হেলাল উদ্দিন,আল-আমিন,সুজন মিয়া, নাজমুছ সালেহীন নূর ও জাহাঙ্গীর আলম।
মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়ার পর ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপপরিচালক হেলাল উদ্দিন অনুভূতি প্রকাশ করেন এবং তিনি বাহিনীর মহাপরিচালকসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প বাস্তবায়নে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সততা,নিষ্ঠা,আন্তরিকতা ও গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। তিনি সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আন্তরিকতা,সততা,নিষ্ঠা,বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সবাইকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রসঙ্গত,বিসিএস আনসার ক্যাডারভুক্ত এই কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেড থেকে সিনিয়র স্কেল ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত হলেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-০১ এর এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
ডিআই/এসকে