
ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় জেলা পুলিশ,নৌ পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সার্বক্ষণিক ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
আইজিপির সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপকূলীয় জেলাসমূহের পুলিশ সদস্যগণ প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দুর্গত এলাকার জনসাধারণ বিশেষ করে বৃদ্ধ,নারী-শিশু এবং গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কার্যক্রম নিরলসভাবে অব্যাহত রেখেছেন।
এছাড়া,পুলিশ আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করাসহ দুর্যোগকবলিত মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে।
দুর্যোগ নিরসন না হওয়া পর্যন্ত পুলিশের এ মানবিক সহায়তা ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিআই/এসকে