
বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে প্রথম পুলিশ স্টাফ কলেজ এর আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে মাইল ফলক হিসেবে কাজ করবে।
রবিবার ( ২৬ মে) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন উপলক্ষে কলেজের কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। আইএসও’র সনদ হস্তান্তর করেন লীড অডিটর মোহাম্মদ নাজমুল হাসান।
অনুষ্ঠানে রেক্টর,পুলিশ স্টাফ কলেজ ড.মল্লিক ফখরুল ইসলাম বলেন, ২০০০ সালে ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টাফ কলেজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিজ হাতে কলেজের পরিদর্শন রেজিস্টারে মন্তব্য করেন “পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে গড়ে তোলা আমাদের লক্ষ্য,তাছাড়া এ বাহিনী দেশ ও জাতির সেবায় আত্ম নিয়োগ করবে এবং সাধারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জনে সক্ষম হবে”। এ সনদ প্রাপ্তির মাধ্যমে কলেজ সে লক্ষ্যে এক ধাপ এগুতে সক্ষম হয়েছে। জনাব মোহাম্মদ নাজমুল হাসান বলেন,বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে ক’টি প্রতিষ্ঠান আইএসও সনদ অর্জন করেছে তন্মধ্যে পুলিশ স্টাফ কলেজ অন্যতম একটি প্রতিষ্ঠান।
সভাপতির বক্তব্যে ভাইস রেক্টর মো.রেজাউল হক বলেন, আজকের দিনটি কলেজের জন্য স্মরণীয় দিন। আগামীতে পেশাগত মান নিশ্চিত করে এ অর্জন ধরে রাখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রবেশনার এএসপিগণ এবং আইএসও’র প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে